পাতা:বিজ্ঞান বাবু - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় অঙ্ক।
৪১

দেয়, ভাই ভগ্নীতে চোক বুজুলে ধর্ম্ম বা প্রেম হয়, আমি কি সেই লাঙ্গুলহীন শৃগাল দলের মত নিয়ে বিবাহ করব, কখনই নহে। আমি Scientific মতে বিবাহ করবো, যে বিবাহ কদাচ null and void হবেনা।

 রামকান্ত। সে কি রকম?

 মাখন। Ganot র নূতন editionsএ যে মত প্রকাশিত হয়েছে আমার সেই মত। Electricity যার ব্রহ্মা, তার যাহার সূতা, battery যাহার মাকু, এ আমার সেই মত। (হেমন্তকুমারীর প্রতি)। চল আমরা সেই মত অনুযায়ী বিবাহ শেষ করে আসি।

উভয়ের প্রস্থান।

 রামকান্ত। কি সুখের মিলন, এমন না হ’লে কি বিবাহ, কিন্তু দুঃখের বিষয় আমি ব্রাহ্ম হয়েও এই শুভ মিলনের সময় একবার ও ঈশ্বরের নাম কর্ত্তে পাল্লেম না।

মাখন ও হেমন্তকুমারীর প্রবেশ।

 মাখন। এ প্রক্রিয়া ভাল কি না?

 হেমন্ত। তুমি যাকে ভাল বলে স্বীকার করেছ আমি তার দোষ দেখতে পাব কেমন করে?

কাগজ কলম লইয়া নগেন্দ্রনাথের প্রবেশ।

 নগেন্দ্র। তুমি এখানে বসে আছ আর আমি কাগজ কলম নিয়ে এমন স্থান নাই যে তোমার অন্বেষণ করি নাই।

 রামকান্ত। কেন?