পাতা:বিজ্ঞান বাবু - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪০
বিজ্ঞান বাবু।

 মাখন। একটু অপেক্ষা করুণ; যদি বিধান না আসে?

 রামকুমার। তার দায়িত্ব আমার।

 মাখন। তুমি আমার প্রিয় শিষ্য সুতরাং I cannot withhold your desire, এই উত্তর এসেছে।

টেলিগ্রাম লইয়া দামুর প্রবেশ ও মাখনকে দিয়া প্রস্থান।

 খবরটা কি এলো বলা যায় না, খোলা যাক্।

 রামকুমার। না একটু অপেক্ষা করুণ, আমি একবার চোক বুজিয়ে ঈশ্বরের নাম নি, তার পর আপনি খুলিবেন; যদি এতে কোন প্রতিকূল কথা থাকে পরম পিতা তাহার অনুকূল করবেন।

চক্ষু মুদিত করিয়া উপবেশন।

 এখন খুলুন (দণ্ডায়মান হইয়া)। ও হরি দয়াময়, ও হরি দয়াময়।

 মাখন। Married lady to marry, no objection in Science.

 রামকান্ত। বিবাহ এক্ষণে কোন মতে হবে?

 মাখন। মতামত এতে আমার কিছুই নাই; বিজ্ঞানে যখন কোন প্রতিবন্ধক নাই তখন আমি বিবাহ কত্তে স্বীকার আছি।

 রামকান্ত। তবে ব্রাহ্ম মতে হোক্‌।

 মাখন। ছিঃ ছিঃ ওটা কি আবার মত; যে মতে মুচিরমেয়ে ব্রাহ্মণে বিবাহ করে, যেমতে পুত্র মাতার বিবাহ