পাতা:বিজ্ঞান বাবু - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় অঙ্ক।
৪৫

বিবাহ করেছে? কে কবে বিজ্ঞানের উজ্জ্বল মুখের gloss বার করেছে?

 গৌরহরি। আর তোর মুখ দেখতে চাই নাই; তোর ছাই পাঁশ তোরই থাক, আমার বংশে যেন আর না ঢোকে। তুই আমার বাড়ি থেকে বের হ; ও পাপ হওয়া আর আমি বাড়িতে রাখতে চাই না।

 মাখন। Photograph ও কি নয়?

 গৌরহরি। না। তুই আমার বাড়ি থেকে বের হ।

 মাখন। মাকে একবার বৌ দেখিয়ে যাই।

 গৌরহরি। তোর মা ওমন কুলাঙ্গারের মুখ দেখ্‌তে চায় না।

  মাখন। বলি বৌয়ের কি নহে, পরের মনের কথা তোমার জানবার শক্তি নাই।

 গৌরহরি। তুই আমার বাড়িতে ঢুকিস নি, কুপুত্রের চেয়ে শূন্য গোয়াল ভাল।

 মাখন। আচ্ছা তাই হ’বে আমি চল্লেম। Come dear এ সকল old fool এর কাছে থাক্‌তে নাই।

 নগেন্দ্র। হেমন্তকুমারি! ও হেমন্তকুমারি তুমি আমাকে সত্তি সত্তি কি ত্যাগ করে চল্লে। তোমার সঙ্গে আমার সাধের Social Scienceও চল্লো।

 গৌরহরি। আজ থেকে তুমি আমার তেজ্য পুত্র। আমি আমার বিষয় আশয় দেবত্ব করে ফেলব।

 মাখন। রামকান্ত বাবু! নূতন আইন খানি খুলে দেখত আমি বাবার তেজ্য পুত্র হ’তে পারি কি না?