পাতা:বিজ্ঞান বাবু - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় অঙ্ক।
৩৯

 রামকান্ত। (লিখিতে আরম্ভ)। What objection in science marrying married lady.

 মাখন। address কি দিলেন?

 রামকান্ত। Dr. R. Voxley—Washington East. Urgent. From Makhun M. A. in Science.

 হেমন্ত। এই হলেই যথেষ্ট হবে বোধ হয়?

(কাগজ বেহারার হস্তে প্রদান।)

 মাখন। Oh yes, quite—

 হেমন্ত। কতক্ষণের ভিতর reply পাওয়া যাবে?

 রামকান্ত। অন্য সময় হলে 6 hours লাগত কিন্তু এটা special বলে বোধ হয় শীঘ্র পাওয়া যাবে।

 মাখন। আর বিশেষ আমি Science এ M. A. আমার reply শীঘ্র আসবে।

 রামকান্ত। আপনার সঙ্গে তার পরিচয় আছে?

 মাখন। কিছু মাত্র নহে?

 রামকান্ত। তবে কিরূপে বল্লেন?

 মাখন। Telephone এর একটি wire work কল্লে যেমন তার সঙ্গে যত connection আছে সকল গুনোই work করে সেই রকম science এর একটা magnetic ক্ষমতা আছে—যেখানেই যে থাকুক না কেন জান্‌তে পারা যায়।

 রামকান্ত। আপনারা তা হ’লে বিবাহের জন্য প্রস্তুত হন।

 হেমন্ত। আমি প্রস্তুত আছি।