পাতা:বিজ্ঞান বাবু - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
বিজ্ঞান বাবু।

উচ্চ শিক্ষা ভিতর যে অতি minute particles আছে, যা আমাদের naked eyeতে দেখতে পাওয়া যায় না, তা দেখবার জন্য চস্‌মা ব্যবহার করা চাই। যেমন microscope না হলে অতি সূক্ষ্ম পদার্থ দেখতে পাওয়া যায় না, science এও সেই রূপ চস্‌মা না হ’লে অনেক কথা বুঝতে পারা যায় না। এটা আমি তোমাকে বল্‌তাম না; তুমি আমার হেমন্ত কুমারীর husband বলেই তোমাকে timely inform কল্লেম, কিন্তু দেখো এ secret যেন আর কেহ জানতে না পারে।

 নগেন্দ্র। এ চস্‌মা কোথা থেকে কিনেছেন?

 মাখন। From Mullick Brothers.-Tailors Out-fitters &c.

 নগেন্দ্র। বাঙ্গালীর দোকান থেকে?

 মাখন। তার কারণ, এই firm এর চস্‌মা চোকে দিলে অল্প বিজ্ঞান শিক্ষা কল্লেও বহুজ্ঞান দেখায়।

 মাখন। Excuse me Mrs. Bose, I am just coming. নগেন্দ্র বাবু! আপনি আসবেন কি?

 নগেন্দ্র, চলুন।

উভয়ের প্রস্থান।

 হেমন্ত। (স্বগতঃ) কাপির জন্য রামকুমার ব্যতিব্যস্ত করে তুলেছে। আমার সাধ্য নাই যে কাগজে কলমে করি।

রামকুমারের প্রবেশ। অর্থ পুস্তকের পাণ্ডুলিপি হস্তে অবিনাশের প্রবেশ।