পাতা:টাকার কল.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। ১৭ ৩০। কেশবৰ্ধক তৈল (চুল উঠার প্রতিকার ) অনেক স্ত্রীলােকের সন্তান হওয়ার পর চুল উঠিয়া টাক পড়ার মত হইয়া যায়। এই তৈল বৈকালে অঙ্গুলি দ্বারা ঘসিয়া ঘসিয়া মাথায় লাগাইলে ক্রমে ক্রমে অল্পদিনের মধ্যে নূতন চুল জন্মাইবে। তিল তৈল এক ছটাক প্রীটরােজ মেরী এক ছটাক জায়ফলের তৈল ১০ ফোটা একত্ৰ মিশাইয়া শিশির গায়ে কাল কাগজ জড়াইয়া রাখিবেন, কারণ আলােক লাগিলে নষ্ট হইয়া যায়। ৩১। টাকনাশক সুগন্ধি কেশতৈল তিল, বা নারিকেল তৈল ৪ আউন্স অডিকলােন • ২ আউন্স টিংচার ক্যান্থারাইডিস্ ২ ড্রাম অয়েল রােজ মেরী ১০ ফোঁটা অয়েল ল্যাভেঞ্জার ১০ ফোটা 1 ২