পাতা:টাকার কল.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। 09 বপন।-বসন্ত কালে হই। রােপণ করতে হয়। ভাঙ্গা বীজগুলি বাদ দিয়া ভাল বীজ লইয়া ছাই, গগাবর ও সাের। এই তিন দ্রব্য একত্র করিয়া জলে গুলিয়া তাহাতে এক দিবস বীজগুলি ভিজাইয়া রাখিবেন। পরদিন ঐ জল হইতে তুলিয়া কিছুক্ষণ বীজগুলি রৌদ্রে শুকাইয়া লইবেন। বেশী শুষ্ক করা ভাল নয়। অতঃপর পিলির মধ্যস্থ নিম্ন নালাগুলিতে দেড় হাত অন্তত ২৩ অঙ্গুলী গভীর গর্তে ৪৫টা করিয়া বীজ একসঙ্গে রােপণ করিতে হয়। পরে চারা বাহির হইয়া যখন ৯ ইঞ্চি পরিমাণ বড় হইয়াছে দেখিবেন, তখন তেজাল গাছগুলি রাখিয়া দুর্বল চারাগুলি তুলিয়া ফেলিবেন। জল সেচন।--বীজ বপনের পরে একবার জল সেচন করা কর্তব্য। এরূপ ভাবে জল সেচন করি।' বেন, যেন বীজ পচিয়া না যায়। সার।লাঙ্গল দিবার পূর্বে জমিতে পচা গােবর ছড়াইয়া দিবেন। সকল প্রকার খৈলই কার্পাসের সার। প্রতি বিঘায় ৪াম খৈল হইলেই চলিবে। খৈল কোন প্রকারে গুড়া করিয়া পরে শুস্ক মাটির সহিত সমান ভাগে মিশাইয়া জমিতে ছড়াইয়া দিবেন।