পাতা:টাকার কল.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। ২১। পারুল পাউডার। ( Pearl Powder.) ইহা বিলাত হইতে এদেশে আমদানী হয় ও • আনা কৌটা বিক্রয় হয়। সৌখিন নাম দেখিয়া অনেকেই খরিদ করেন। জিনিসটা অতি সামান্য, মাত্র খড়ির সূক্ষ্ম চুর্ণ কোন পুষ্পপারে সুগন্ধি করিয়া কৌটা বা শিশিতে চাকচিক্যময় লেবেল লাগাইয়া বিক্রয় হয়। ইহাও দাঁতের মাজন। ২২। কার্বলিক টুথ পাউডার। কার্বনেট অব ম্যাগ্নেসিয়া ২ ড্রাম খড়িচূর্ণ ২ আউন্স পিঙ্ক রােজ (রং) প্রয়ােজন মত কার্বলিক এসিড ৫ ফোটা সিনামন অয়েল একত্র মিশাও। ২৩। ফ্রেঞ্চ মেটাল বার্লিস। ফেরি অক্সাইড ১ ভাগ কার্বনেট অব ম্যাগ্নেসিয়া ৫০ ভাগ ৪০ ফোটা