পাতা:টাকার কল.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। একত্র একটা গ্লাসষ্টপার্ড বােতলে পূরিয়া দুই দিন শীতল স্থানে রাখিবে, এবং মধ্যে মধ্যে বােতলটা জোরে নাড়িবে। অতঃপর ইহাতে দুই পাঁইট গােলাপজল ও ৮ আউন্স এসেন্স অব রােজ মিশাইয়া এক সপ্তাহ রাখিয়া দিবে। নীচে তলানি পড়িতে পারে, তজ্জন্য আস্তে আস্তে তরল অংশ ঢালিয়া লইয়া এক আউন্স শিশিতে করিয়া চারি আনা মূল্যে বিক্রয় কর; বেশ লাভ হইবে। ইহা সুন্দর ছেলে মেয়ে ও সুন্দরী মহিলাগণের দুই গালে ও ঠোটে তুলি দ্বারা লাগাইয়া দিলে মুখ সদ্য প্রস্ফুটিত গােলাপের ন্যায় দেখায়। এই সকল জিনিসের শিশি ও লেবেল নূতন ধরণে অপেক্ষাকৃত সুন্দর হওয়া আবশ্যক। ২৬। জল সহনশীল আরক। Water proof Solution. ইহা কোন জিনিসে মাখাইয়া দিলে তাতে জল লাগে না। চামড়ার জিনিস ও কাপড় ইহা দ্বারা ওয়াটার প্রুফ করিতে পারা যায়।