পাতা:টাকার কল.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ টাকার কল তথ্য সংগ্রহে সমর্থ হইয়া আপনাদিগের জ্ঞান-ভাণ্ডার পূর্ণ করেন। বস্তুতঃ কৃষিবিদ্যার চর্চা, অনেক গুঢ় রহস্যের দ্বার আমাদিগের চক্ষুর সম্মুখে উদঘাটিত করিয়া দেখ। আমরা এই অধ্যায়ে কয়েকটি অর্থকরী চাষের বর্ণনা করিব ; আশা করি সহৃদয় পাঠকবর্গের মধ্যে কেহ কেহ নিজের বিশ্রাম সময়ে ইহার মধ্য হইতে সুবিধামত কোন চাষ করিয়া বিমল আনন্দ ও সঙ্গে সঙ্গে তদ্বারা স্বীয় আয় বৃদ্ধি করিতে যত্নবান হইবেন। গােল আলু। আজ কাল আমাদের দেশে গােল আলু অতিশয় আদরণীয়, নিত্য ব্যবহার্য তরকারী। প্রত্যেক পল্পী- বাসী যদি নিজ নিজ গৃহে পতিত জমিতে ইহার চাষ- করেন, তাহা হইলে অনায়াসে পয়সা বাঁচাইয়া ও আলু বিক্রয় করিয়া যথেষ্ট লাভবান হইতে পারেন। ইহা উৎকৃষ্ট ও নিরাপদ--“টাকার কল।” ‘বাণিজ্যের সােণা, আর ক্ষেতের কোণা”—এই প্রবাদবাক্য বর্ণে বর্ণে সত্য,-একবার পরীক্ষা করিয়া দেখুন।