পাতা:টাকার কল.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। pa আলু চাষের সঙ্কেত। ১। নদীর চড়ায় কিংবা পলি-পড়া ক্ষেত্রে আলুর চাষ ভাল হয়। অথবা পলি ও লােনা মাটি তুলিয়া জমিতে দিতে পারিলে, আর প্রায় সারের আবশ্যক হয় না। পলি না পাইলে সার দিয়া রাখিতে হয়। ২। সেচের জলের অভাব হইলে আলুর চাষ ভাল হইবে না। ৩। আলুর মাটি হাল্কা, ফাঁপা ও ঢিল শূন্য না হইলে আলু অধিক জন্মিবে না। ০। আলু বসাইবার সময় খৈলের সার আবশ্যক, আলুতে রেড়ীর খৈল সৰ্ব্বাপেক্ষা ভাল সার। ৫। স্থানীয় বীজ আলু লইয়া বার বার চাষ করিলে আলু ক্রমশ খারা হইয়া যায়। বাঙ্গালার চাষিগণকে প্রতি বৎসর পাটনা, নৈনিতাল ও দার্জিলিং প্রভৃতি ভিন্ন ভিন্ন স্থানের বীজ সংগ্রহ করা আবশ্যক। কারণ পাল্টা পাল্টী ভাবে অর্থাৎ পাহাড়ের আলু সমতল ভূমিতে ও সমতল ভূমির আলু, পাহাড়ে রােপণ করিলে ফল ভাল হয়।