পাতা:টাকার কল.pdf/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই টাকার কল। বা লােণ। মাটি ছড়াইয়া দিবে। প্রথম জলসেচনে মাটি শুষ্ক হওয়া, খুঁচিয়া দেওয়া, খৈল দেওয়া প্রভৃতি কাজে সপ্তাহ কাল লাগিবে। সুতরাং দ্বিতীয় সপ্তা- হের প্রারম্ভে পুনরায় জলসেচন করিবে। মাটি যদি খুব বসিয়া যায়, তবে আবার খুঁচিয়া দিবে। পরে গাছ যত বড় হইতে থাকে ক্রমান্বয়ে উভয় পার্শ্ব হইতে ততই মাটী তুলিয়া গােড়ায় দিয়া পিলি বাঁধিয়া দিতে হয়। এখন হইতে প্রতি সপ্তাহে এক, বার জলসেচন করিলে চলিবে। ক্ষেতের এক স্থানে জল দিলে এই পিলির নীচে নালা দিয়া বহিয়া সমস্ত ক্ষেতে জল যাইতে পারে এরূপ ভাবে পিলি ও নাল। হওয়া আবশ্যক। নৈনিতাল আলু পুতিবার সময় উহার প্রত্যেক চোককে এক এক খণ্ড করিয়া কাটিয়া পােতা যাইতে পারে, তাহাতে উহা নষ্ট হয় না, প্রতি চোকেই চারা বাহির হয়। কিন্তু দেশী গােল মালু কাটিয়া পুতিলে পচিয়া যায়। এক সের বীজে ছােট আলু প্রায় ৫টা হইবে। উহার প্রত্যেকটিতেই চারা হয় এবং ভাল রূপ যত্ন করিলে পৌষ বা মাঘ মাসে প্রত্যেক গাছ হইতে এক সের করিয়া আলু পাওয়া যায়। দুই সের