পাতা:টাকার কল.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। ২ আউন্স ডিকম সাস। কম্পােজিটম- কনসেন্টেটেড, পটাশ আইওডাইড ১৫ গ্ৰেণ একত্র মিশাও, ৩০ ফোঁটা মাত্রায় অর্ধছটাক জল সহ সেব্য। দিবসে তিন বার। পথ্যাদি অন্যান্য পেটেন্ট সালসার ব্যবস্থার ন্যায়। নাম ও লেবেল ইচ্ছামত করিয়া লও। দেশীয় শালসা। ৭ তােলা ড্যামেক। শালসা লতা অনন্ত মূল (টাটকা-শুদ্ধ) সালে ফরাস ৭ তোলা 19 আনা গোয়েকম llo মিজিরিয়ন ভাল মত কুটিত করিয়া একত্র একসের এনে ভিজাইয়া রাখ। পরে মুখবন্ধ হাঁড়িতে ১০/১৫ মিনিট কাল মৃদু অগ্নিতে ফুটাইয়া ছাঁকিয়া ১ আউন্স রেকটি ফাইড, স্পীট মিশাইয়া তিনটি আট আউন্স শিশিতে রাখ। প্রত্যেক শিশিতে ১৬ গ্ৰেণ পটাশ