পাতা:টাকার কল.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। 0:0:- ব্যবসা-নীতি। ব্যবসা নানাবিধ। আমরা কৃষি, শিল্প, দোকান- দারী প্রভৃতি অর্থকরী ব্যবসায় সম্বন্ধে দুই একটা কথা বলিব। যে কোন কাজ অল্প ব্যয়ে নিজে নিজে করা যায়, তাহাই নিরাপদ। এরূপ একটি কাজ সকলের করা কৰ্তব্য'। আর যাহা অপেক্ষাকৃত ব্যয়সাধ্য একা করা অসম্ভব; সেরূপ কার্য-কারবার দু’দশ জন বিশ্বাসী ও সৎ লােক একত্র হইয়া অংশী রূপে করলে স্বচ্ছন্দে চলিতে পারে। এই যৌথ-কারবার ভিন্ন আর্থিক উন্নতি লাভ করা সকলের পক্ষে সম্ভব নহে। ব্যবসা-নীতি শিক্ষা করিতে হইলে বহুদশী অভিজ্ঞের উপদেশ আবশ্যক। ব্যবসায়ী” নামক পুস্তক পাঠ করিলে একজন প্রবীণ অভিজ্ঞ ব্যবসায়ীর অনেক উপদেশ জানা যায়। ব্যবসা ও বাণিজ্য, কাজের লোক”, “কৃষক” প্রভৃতি প্রচলিত বাঙ্গালা মাসিক পত্রিকাগুলি নিয়ম মত পাঠ করিলে, অনেক