পাতা:টাকার কল.pdf/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। ৪। যদি তুমি সাধনায় সিদ্ধি লাভ করিতে চাও, সুযােগের অপেক্ষা করিয়া বসিয়া থাকিও না। সুযােগও করিয়া লইতে হয়। এইরূপে সুযােগ ও সিদ্ধি লাভ করা যায়। ৫। ব্যবসা করিতে বসিয়া অনর্থক গােলযােগ তুলিও না। একবার “মন্দলােক” বলিয়া প্রচারিত হইয়া গেলে তােমার লক্ষ্মী ছাড়িতে আরম্ভ হইয়াছে বুঝিতে হইবে। কারণ প্রতারক ও বদলােক অপেক্ষা সৎ লােকের স্বপক্ষেই অধিকলােক অধি কলােক সহানুভূতি প্রকাশ করে। কাহাকেও প্রতারিত করিও না; পতা- ণাই অধঃপতনের মূল।-সৎ-উপায়ে উপাৰ্জন করিলে ক্রমােন্নতি লাভ হয়। ৭। সৎপথে থাকিয়া ক্ষতিগ্রস্ত হওয়া বরং অসৎপথে থাকিয়া লাভ অপেক্ষাও ভাল ; কেননা তাহাতে হৃদয়টা তবু শাণিতে থাকে। ৮। কাল্পনিক আশার বশবর্তী হইয়া কখন নিশ্চিত বিষয় পরিত্যাগ করিতে নাই। করিলে প্রায়ই ঠকিতে হয়। ৯। যাহারা অলস, তাহাদের ফোরসৎ কম ;