পাতা:টাকার কল.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টাকার কল। বিচ্ছেদ কালে অথবা যখন খুব কম থাকে তখন পুনঃ জ্বর আসার মধ্যে সময় ভাগ করিয়া তিন বারে তিনটা বটিকা জলসহ গিলিয়া খাইবে। এইরূপে ২১ দিনে জ্বর বন্ধ হইবে। জ্বর বন্ধ হইলে ৭৮ দিন সকালে বৈকালে এক একটি করিয়া বটিক সেবন করিলে পুনরায় জ্বর হয় না। পথ্য। জ্বরস্বত্ত্বে দুধসাগু, বালি ; জ্বর বন্ধ হইলে ভাত তরকারী লঘু পথ্য। জ্বরে কোষ্টবন্ধ থাকিলে অবশ্যই ২ আউন্স ক্যাষ্টর অয়েল বা ৩৪ ড্রাম ম্যাগ- সলফ, দ্বারা জোলাপ লইবে। ৭। সুগন্ধি কেশতৈল । ১। এসেন্স বকুল, ২। অয়েল নীরােলী, অয়েল ভাৰ্বিন, ৪। অয়েল রােজি জিরেনিয়ান, ইহার প্রত্যেকটির সুগন্ধ ভিন্ন ভিন্ন রকম। তিল বা চামেলী তৈলে একটু ‘ইস্তাম্বুল কাহি’ (আতরের দোকানে পাওয়া যায়) মিশাইয়া তৈলের আসল গন্ধ নষ্ট করিয়া তাহাতে উপরােক্ত মশলাগুলির যে