পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিসর্গ । ১ - ব্যাকরণে লেখা আছে বিসর্গ আশ্রয় স্থানভাগী । ব্যাকরণের লেখা সত্য হইতে হইবেই । কিন্তু ব্যাকবর্ণে বিসর্গেব লিঙ্গভেদ সম্বন্ধে কিছুমাত্র উল্লেখ নাই। বিসর্গ পুংলিঙ্গ । দুটি ফুটকি দিইলে বিসর্গ লেখা হয়, কিন্তু সে কেবল বিসর্গের ছবি আঁক। মাত্র । বিসর্গ আশ্রয়স্থান না পাইলে পরমাম্ব (Atoms ) আকাব ধরিয়া উড়িয়া বেড়ায় আবাব আশ্রয় পাইলে পুনরায় নিজের আকার ধারণ করে। বিসর্গ না থাকিলে অনেক কথার মানে হয় না, বিসর্গ না পাকিলে বড় লোক হওয়া অসম্ভব, বিসর্গ বিহনে জগৎ আাধার } ২ । সংসারে বিসর্গের অভাব নাই । রসায়ন শাস্ত্রে* পরমান্থ সম্বন্ধে যাহা উল্লিখিত আছে সমাজশাস্ত্রে বিসর্গ সম্বন্ধে সেইরূপ লিখিতে পারা যায় । বিসর্গ সৰ্ব্বত্র উড়িতেছে ও একটু মনোযোগ করিলেই তাহীদের গতিবিধি বুঝিতে পাবাযায়। যোগ্য পাত্ৰ পাইলেই বিসর্গ তারি আশ্রয় গ্রহণ করে । ७ । भट्न कक्रन श्वशादिन बाबू ७कछन।Aनान् লোক, চের টাকা। তাহার ছেলেৰ বিবাহ /নিকট। ছেলেটি তিনবার এনট্রান্স পরীক্ষায় ফেল হয় আধার তারউপর চেহারা অতি কদাকার, নাক বরমাদেশের, ঠোঁট আফ্রিকার, রংঙ আলকাতরার মতন আর গুণে নিগুণ ! কিন্তু তাহাঁর বিবাহ দিতে হবেই। হরগোবিন বাৰু দেখিলেন,