পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিটকেলের দপ্তর। কেরাণী রহস্য । কেবাণীকে প্রাণিগণের কোন শ্রেণীব অন্তর্গত কৰ। ধাইতে পারে, এ সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক হইয়া সিদ্ধান্ত হইয়াছে যে, পশ্বাবলিৰ ভিতরে কেরাণী সৰ্ব্বশ্রেষ্ঠ । কেবাণীর দুই হাত, দুই পা, দুই চক্ষু আছে, কিন্তু লাস্কুল নাই, অর্থাৎ সমস্তই ঠিক মানুষেব মতন । কেরাণী সোজ হইয়া চলিতে পাবে ও মমুষ্যের স্তায় কথা কহিন্তে পাবে। ডারউইন দর্শন মতে, কেবাণী বানরজার্তি হইতে শনেকাংশে উচ্চশ্রেণীব এবং অনেকটা মনুষ্যজাতির নিকট স্ত্রী । কেবাণীর ছাসে, কাদে, খায়, গান গায়, কৰ্ম্ম কাজ করে, ঘুমায় ও মবে। বছর কতক আগে (Schwendler ) সোয়ে গুলার সাহেব অৰ্দ্ধমনুষ্য গোছের একটি জীবকে এাসয়াটিক সোসাইটিতে দেখান । প্রথমে তিনি মনে করিয়াছিলেন যে, তিনি একটি কেরাণা ধরিয়াছেন । ক্লাবণ