পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 বিটকেলের দপ্তর। বাবু পারসী কথা, আবার কেহ বলেন ষে বাবু স্পষ্ট দেশীকথা । যাহা হউক কথাটিতে বোধ হয় ব্ৰহ্মশাপ ছিল । কথাটির চলন না হইলে আমাদের পক্ষে মঙ্গল ছিল । পূৰ্ব্বেই বলিয়াছি ষে, য়ুরোপেব সভ্যতাব সঙ্গিত বাবুয়ানাৰ সভ্যতার তুলন। হয় না। অন্যান্য দেশেৰ বড় লোকেবা ব্যায়াম চর্চাকে জীবনেব একটি প্রধান অল্প বলিয়া গণ্য কবেন, আব আমাদেব বাবুদেব তাহার সম্পূণ বিপরীত । খাটি বাবু হইতে হইলে অনেকগুলি গুণ থাক। চাই । কোন ব্যক্তি কষ্ট সহিষ্ণু হইলে তাহাকে বাবু বলিতে পাব। ষায় না। বাৰু সমস্ত কাজ যতদুব সস্তব “মাবফতে” চালাইবেন । বাবু শুইয়া তামাক খাইতেছেন, অব মনে করুন মুখ হইতে নলটি খুলিয়া গেল । যিনি প্রকৃতপক্ষে বাবু তিনি কখনই নলটি তুশিষা লইবেন না। ভূত্য সে কাজ সম্পাদন কবিবে। প্রকৃত পক্ষে বাবুর বৌদ্রে বাহিবে হু ওয়া এক রকম শাস্ত্র নিষিদ্ধ । যদি ও কখন বাচি ল হন ভুতা মাথার উপব ‘অতি পত্র' ধবিবে, তাহা না হইলে অনেকটা মানহানি হইবাব সম্ভাবন । বাবুব অঙ্গচালন কব; কিম্বা দ্রুতবেগে চল অত্যন্ত অপমানের বিষয। বাবু হইলে নিদ্রাদেবীর উপাসক হইতে হইবে। প্রত্যুষে উঠিলে “বাবুত্ব” অনেকটা কমিয়া যায় । বাবু হইতে হইলে দু এক খানি পোষা ব্যায়রাম চাই, তাই ন হইলে ফ্যামিল্লা, ডাক্তাবেব কাজ কমিয়া যায । বাবুর অব ও নানা বকম গুণ মাrছ সে সব লিখিব। শেষ কব ষায় না । STS TSGSGT