পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3) a বিটকেলের দপ্তর । ২ । স্বভাবতঃ ডাক্তাব বাৰু বেশলোক ন হইলেও ব্যবসায়ের অনুরোধে তাহাকে সমাজিক হইতে হইবে, দুটো বাজে কথা কহিতে হইবে, আব আয় বৃদ্ধিব জন্য অনেক বকম “চাল” শিখিতে হইবে তাছা ন হইলে সব মাটি হইবা ষাইবে । ৩। ডাক্তাব বাবুকে সময় বিশেষে “কাটা পোসাক পবিধান করিতে হয়, তাহা ন হইলে প্রায থান ধূতি । কালা পেডে সদা সৰ্ব্বদা ব্যবহার করিলে, ডাক্তার বাবুব দৰ অনেকটা কমিয়া আইসে। থান ধুতিতে কেমন একট। গাম্ভীৰ্য্য আছে, অনেকট ভক্তিবসের উদ্রেক হয় । ৪ । যে পাড়ায এক জন ডাক্তার বাবুর একাধিপত্য— তিনি মথে আছেন—দুজন কি অধিক থাকিলেই সৰ্ব্বনাশ ডাক্তাব বাবুর পরস্পর খুব বন্ধু, দেখলেই হাসি ও গল্প করা অভ্যাস আছে, কিন্তু সে হাসি অন্তবের নয অনেকটা মৌখিক কিম্বা স্বপজীব । ৫ । ডাক্তার বাবুর ডাক্তাব হইবার পুৰ্ব্বে মানুষ থাকেন কিস্থ ডাক্তাব হইলেই না দেবত্ব নয পিশাচত লাভ করেন। সকলেই তfহাদেব কিনিয়া ফেলে । মনে কবন কোন পাড়ায় বিস্তর বকম লোক বাস করেন, যথা রোগী, চিব প্রবাসী, পবান্ন-ভোজি, পরাবশথশায়ী, দেশহিতৈষী, পূজাৰী, দেনাদার, পাওনাদার প্রভৃতি , কিন্তু যদি সেই ভিড়ের ভিতর এক জন ডাক্তাব বাবু থাকেন তাহাব নাম সৰ্ব্বাগ্রে, সবাই তাহাকে চেনে, আলাপ না থাকিলেও চেনে, বিশেষ বকম চেনে। এই মনে করুন এক জন