পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy. বিটকেলের দপ্তর । জায়ের বৃদ্ধি হব । কিন্তু ভিড়ঠেলা বড় শক্ত কাজ ১বৎরের পরে কাহার আড়াই টাক,কাহাব তিন টাক,বম্বহার ব। পাঁচ টাকা বেতন বৃদ্ধি হইতেছে, কাহার বা সমভাব, কাহার বা কমিয়া যাইতেছে । আবার কেহ কেহ দেখি ত্ৰ দেখিতে অগ্রসর হইতেছেন। আজ এক শ টাকা, কাল তিন শ, পবগু চার শ, তাহাব গতিরোধ কৰে nক ? বাহার নিজের গুণে অগ্রসব হইতেছেন তাহদেব কথা স্বতন্ত্র । বঙ্গসমাজের একটি ৰত্ন v শ্যামাচরণ বিশ্বাস ট্র হার এক জ’জল্যমান প্রমাণ । কিন্তু ভিডঠেল’ব উপায় ভাল রকম জানা খাকিলে গুণেব আবশ্যক প্রাষ হয় ন! । কি ব্রাহ্মণ কি কায়স্থ কি নাপিত কি বস্তুধাবক সকলেক্ট অগ্রসব হইতে থাকিবে । ৫ , আমাব জানিত কোন একজন ধনাঢ্য ব্যক্তি মাসকতক ধরিষ। অনববত গীতবাদ্য শিক্ষা কবিতে লাগি লেন । আমি তাহাকে এক দিবস জিজ্ঞাসা কবিলাম rম গানবাজনায় তাহাব এত অধ্যব সীযেব কাবণ কি ? তিনি বলিলেন ষে ভাল করিয়া শিপিতে পাবিলে তাহাকে দশ জ্ঞান চিনিতে পাৰিবে ও তিনি নানা দেশ হইতে সম্মানতচক উপাধি পাইতে পাবিবেন । আমি বলিলাম যে আপনি ভিড় ঠেল! শাস্ত্র চর্চা করেন নাই, সেই জন্য এই রূrপ বলিতেছেন । যদি উপাধি পাইবার ইচ্ছা থাকে বাদ্য যন্ত্র গুলা টেনে ফেলে দিন, এত টাকা থাকিতে আপ নাৰ কিসের ভাবনা ? গান বাজনা শিখিবার বিশেষ দরকার কিছুমাত্র নাই—সে সব কেবল নাডী চাড়া করি/ক্ত