পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাবু ( শ্ৰীল ঐযুক্ত। ) ৪১ তবে কৗশল না জানা থাকিলে সমযে সমযে ভযানক অপঞ্চস্থ ও হতাশ্বাস হইভে হয় । মনে করুন অামি জজ হুইলাম, জজেৰ পোষাক অবধি খরিদ করিলাম, শেষে কোথাও কিছুই নাই । উঃ কি ভয়ানক গাত্রদাছ, কি মসহ কষ্ট—কি দারুণ যন্ত্রপা ? কিন্তু আমার ভাবিয৷ দেখা উচিত ছিল যে আমি নিগুণ, সব কাজ তালিভুলি দিয চালাইতে হয়। শুধু ভিড ঠেলার উপর নির্ভব কবিলে মাঝে মাঝে এই প্রকার যন্ত্রণ সহ কবিতে হয় । বাবু ( শ্ৰীল ঐযুক্ত। ) কলিব আদবেব জিনিষ, সাপেব পাঁচ পী, পাকা হবীতকা, কিম্বা তেলাকুচো, অসমযের ফল, বাবুকে যাহাই বলুন' ত চাক্ট সাজে । লোকে শিব গডিতে গড়িতে কখন কখন ভুলক্রমে জীব কি গড়িয়া ফেলে। স্বষ্টিকৰ্ত্তাবও বোধ হয স্বষ্টি করিবাব সময় মানুষ বিকৃতি পাইলে কিরূপ দাড়ায দেখিবাব অভিলাষ হইয়াছিল । বাবু বড়লোক, তবে সেটা স্থান বিশেষে ঘটে । বত্ত্বি নিৰ্ব্বল কিম্বা দুৰ্ব্বল,তবে জায়গা বিশেষে সবল হইয়া দাডান । বাবু নয ভয়ানক মোট নয় বোগা। দুটি হাত কাষক্লেপে স্কন্ধদেশ হইতে কবজায় ঝুলিতেছে, পদযুগল কোন রকমে দেছ ভার বহন করিতেছে, চক্ষুদ্বয় সাধ্যমত চেষ্টা কবিস। দর্শন-ক্রিযা সাধন করিতেছে। বাবুর দৌড়াইবাব অধিকার নাই তাহা হইলে লোকে অসত্য বলিবে । অব তাহ {