পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ বিটকেলের দপ্তর । চালেন । কোন ব্যক্তি সর্দি ও গলাব ব্যথায় বার্বু রহিত হইয়া তিন দিন পড়িয়াছিল। একজন *ভ্যাজাল’ ডাক্তাবু রোগী দেখিয় তাহার বন্ধু বান্ধবকে বলিলেন–জরাক্সিস ৰ। "আলেকজাণ্ডাব’ হয়েছে—বড় ভয়ানক ব্যযরাম । ১৩। আমি আজ ডাক্তার বাবুকে লইযা অনেক নাড়া চাডা করিয়াছি । কিন্তু আমি নিজে ব্যয়রামকে ভয় করি – স্বতবাং বলা ভাল ডাক্তার বাবু বেশ লোক –ক্তিনি না থাকিলে এক দণ্ড কাজ চলে না—তিনি দেবতা। মধুরেণ সমাপয়েৎ |

ङिछ् ८ळैल । কুণ্ডল মনোযোগের সহিত দেখিলে অনেক জিনিষ দেখিতে পা ওয়া যায়। সকলের এ অভ্যাস থাকিলে সমাজেল অনেক উপকাব হইত এবং লোকের ও জ্ঞানচক্ষু খুলিয়। মাসিত । সংসার চক্র অনবরত ঘুরিতেছে, কাহাব ভাগ্যে প্রথমে স্থখ পরে দুঃখ, কাহার বা প্রথমে দুঃখ পবে মুখ । কেহ বা অনন্ত সুখে, কেহব। অনন্তু দুঃখে কাল কাটাই তেছে। কিন্তু সকলে যদি ভিডঠেলার উপাষ জানিত তাহা হইলে সমাজের অবস্থার পবিবর্তন হইত । ২ । যখন হাওডাব পুল তাড়িতের দ্বারা আলোকিত করা হয়, তখন আমি সেই দৃপ্ত দেখিতে গিয়াছিলাম । পুলেব উপৰে গিয়া অগ্রসর হওয়া দুষ্কর হুইল—মহা ভিড়