পাতা:বিটকেলের দপ্তর - বিপিনবিহারী বসু.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশচর্ষ্য স্বপ্নদর্শন । డిసె ন । অামার ও সেইরূপ ঘটিল, সুতরাং আমি উক্ত স্থান হইতে সত্ত্বর গতিতে পালাইলাম । তাহার পর কোথা দিয়ে আসিলাম ও কি করিলাম কিছুই মনে নাই । একেবারে যেন হাওড়ায় আসিয়া বেলের গাড়িতে বসিয়া আছি । তাহার পরেই নিদ্রা । স্বপ্নের কারখান। কি উদ্ভট ! স্বপ্নেও ঘুমাইতেছি মাবার তাহাও মনে আছে । বৰ্দ্ধমান ষ্টেষনে আসিয। ঘুম ভাঙ্গিয় গেল। গাড়ী হইতে নাবিয়া “সীতাভোগ” কিনিতে যাইলাম । ফিরে আসিয়া দেখি গাড়ি চলিয়া গিয়াছে। কি কার কোথা যাই এই রকম ভাবিতেছি আর “সীতাভোগ” অতি খারাপ জিনিস এই বিষয় মনে মনে তর্ক বিতর্ক করিতেছি, এমন সময় একজন জিজ্ঞাস কবিল “মশাই কি বাস খুজছেন” ? আমি বলিলাম “হ। সুতরাং খুজিছি”। সে অামায় একট। পুরাতন বাড়ীর একতাল। দবে লইয়া গিয়ু বলিল “এ দিবিব ঘর , এখানে নিরাপদে থাকতে পারেন” । আমি বলিলাম “আহি বেশ ঘব” । ত{হাব পর সীতাভোগের হাডিট এক ধারে রাখিয়৷ একথান ভাঙ্গ খাটে বসিয়৷ ধুমপান কবিতে লাগিলাম। তখন উপবের ঘরে ভারি গোলমাল হইতেছিল— বাধ হইল যেন চেন গলা । ক্রমে উপরে উঠিলাম, উঠিযা দেখি কি সৰ্ব্বনাশ পাচুঠাকুর । পাচুঠাকুর তখন একটু গোলাপীগোছ হুইয়া আছেন, আর মাতৃভূমির ক্রোডে অভিমান পূৰ্ব্বক শয়ন করিয়া দেহখানা ধূলায় লাল কবিযাছেন । আমি যারামাত্ৰ পাচুঠাকুর উঠিব দাড়াইলেন ও অবস্থাগুণে