পাতা:প্রবাসী (ঊনত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর RSS छांब्रül ८षन नांयिब्रा •ां८ब्र शिंद्यां जघा इहेम्नां८छ् । * আর তুলিতে পারি না,—কি দুঃসহ ভারী হইয়াছে ! একটা জিনিষ বিপদাশঙ্কায় এতক্ষণ লক্ষ্য করি নাই, তৃষ্ণায় আমার ছাতি ফাটিতেছিল ; গলাও শুকাইয়া সঙ্গে সঙ্গে মুষলধারায় বৃষ্টি আরম্ভ হইল। গিয়াছিল। এখন বিপদ কাটিয়া যেন তুষ্ণা চাপিয়া ধরিল । চারিদিক চাহিয়া দেখিলাম,—এই জঙ্গলে কোথায় জল পাইব ? এবার আবার মরীচিকার পালা আরম্ভ হইল। ঐ যে কুলু কুলু শব্য, ঐ যে জল যাইতেছে ; সন্মুখেই । গিয়া দেখিলাম কোথাও কিছুই নাই। আবার যেন বাম দিক হইতে শব্দ আসিতেছে, আবার কোথাও কিছু নাই। আবার দক্ষিণে আরম্ভ হইল। এইরূপে বোধ হইতে লাগিল কে যেন আমায় লইয়া খেলাইতেছে। যাহা হউক কতকটা নামিয়া কতক্ষণ পর একটি ক্ষীণ জলস্রোত পাইয়াছিলাম। প্রাণ পূর্ণ করিয়া অঞ্জলি অঞ্জলি পান করিয়া স্বস্থ বোধ করিলাম, পরে ধীরে ধীরে একটি উচ্চ প্রস্তরখণ্ডের উপর রাত্রিযাপনের সঙ্কল্প করিয়া বসিলাম । উপরটা অসমতল ও শৈবালাকীর্ণ এবং আরও স্বখের কথা এই যে, প্রায় চারিদিকেই জল বিছুটির জঙ্গল । মাথার কাপড়খানি পাতিয়া তাহার উপর বসিলাম। তখন অন্ধকারে চারিদিক ছাইয়াছে। আমার আসনের স্থানটুকু প্রায় আধ হাত চওড়া, লম্বায় কিছু বেশী হইতে পারে। তাও আবার ঢালু এবং অসমতল। ক্রমে অভ্যাস হুইয়া গেল। ঘোর তমসাচ্ছন্ন আকাশের দিকে छfश्ब्रिॉ cनथिलांघ, ब्लैिक cषन यांघांब्र च्षाविकांब्र छांश)चांकांप्लदे निद्रजटक च्षांदिकांब्र कब्रिब्रॉ cषणिब्रां८छ् কি অপূৰ্ব্ব মিলন, এমনটি বুঝি বহুকাল ঘটে নাই ! میسیمینہ- - - - --س আমি স্থিরভাবে বসিয়া সেই বিজন জঙ্গলের নিন্তব্ধতা অনুভব করিতে করিতে তাহার মধ্যে ডুবিয়া গেলাম। বোধ হয় শেষ প্রহরে, ঘোর মেঘগর্জনের ঠিক সেই शषौछां२७ब्र डबtण সময়ে দেখিতে দেখিতে ভড় তত্ত্ব, শব্দে উপর হইতে একটি বৃহৎকায় জীব আসিয়া আমার সম্মুণে मैंॉफ़ॉहेण । चांभि उर्थन कांश८ष्क्लद्र ऍांछल निम्नां ७कछै; ঝাপটা দিবামাত্র সে আবার তড়তড় শৰে উপরের জঙ্গলে উঠিয়া বিকট করুণশ্বরে ডাকিয় চারিদিকে ছুটিয়া বেড়াইতে লাগিল। বুঝিলাম এটা হরিণের স্বর। কিছুক্ষণ পর সে থামিল, জাবার বৃষ্টি নামিল। প্রায় এক