পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

L ६४ J কি মধুর হাসি সুখ শাভি মর, কি মধুর হাসি আনন্দ জালয়, কি মধুর হাসি অস্কট অফুট ; রেখা মাত্র তাও অৰ্দ্ধ পরিফ ট্র, কিন্তু দেখ দেখ কত শক্তি ভtয়, পাষাণেতেও প্রাণ ঢালিয়া দেয় !! শক্তি সৌন্দর্ঘ্যের এ হেন প্রতিমা, স্নেহের প্রেমের আহ৷ অজ্ঞ সীমা, হেন ইষ্ট দেবী—বঙ্গের গরিম। কে বলে রে জমাজ হবে বিসর্জন ! ! ! কে বলে পাষাণময়ী মায়ের মুরভি, কে বলে রে মৃন্ময়ী অনন্ত শকতি, কে বলে ম৷ স্থপ্ত মৃত ;–কোন মূঢ়মতি ? অন্ধ অন্ধ ! ! ভার নাহি নয়ন !!! 醬 杂 崇 将 来源 কেন বিসর্জিবে বঙ্গ জীবন্ত প্রতিম ? কেন বিসর্জিবে বঙ্গ স্বর্গের গরিমা ? কেন বিসজ্জিবে বঙ্গ, স্বাধীনতা ধন ? বিসজ্জন নহে ੋ নহে বিসর্জন । 苯 笨 综 杀 হায় ! ! ! তবে কেন ম৷ জননী করেন গমন, প। স্থা খানি ধরে এস করিনিবারণ ; কোথা গে। গিয়ীশ রাণী, কোথা শৈলেশ্বর, ! দেখিলে না চেয়ে, যার শূন্য করি ঘর—