পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8 s ] ক্ষরিছে করুণ রশ্মি মার ত্রিনয়নে, কতই মেহের ভাব প্রশাজ বদনে, ডাকিছেন স্নেহময়ী ;—“রাছারে আমার, “ কেন মুখ খানি ক্ষমত হয়েছে তাধার, “ যাহা চাস্ তাই দিব জায় কোলে জায়, “ শক্তি শাস্তি কি লন্নিবি বল রে জামায় ; * কেন রে বিষাদ, আমি আছিরে ষখন, “ এ সংসারে কোন বস্তু বল প্রয়োজন ? “ এখনই দিব তাহ। আর কোলে অণয়, “ অর্ণধার করিয়ে মুখ কঁাদাস না মায় “ । ডেকে বলিছেন কত, কররে শ্রবণ, বারেক ও মৃত্তি পানে কর নিরীক্ষণ, তবেই বুঝিবে মাত স্থপ্ত কি জাগ্ৰত, তবেই বুঝিবে মার প্রাণে স্নেহ কক্ত ! দেখিয়fছ ? দেখ নাই ;—নয়ন তোমার, খুলে নাই, দেখ ভাই, বারেক আবার ; জ্ঞান চক্ষে প্রেম চক্ষে কর নিরীক্ষণ, আনন্দময়ীর ওই আনন্দ বদন । বল হে এখন –মাত স্থপ্ত কি জাগ্রত, বুঝেছ কি এবে মার প্রাণে স্নেহ কত ? 张 米 米 米 হাসিছেন মহালক্ষী জাননারূপিণী ; হাসিছেন স্নেহময়ী বঙ্গের জননী ; হাসিছেন জগন্মাতা ভব নিস্তারিণী, হাসিছেন মহাশক্তি মহিষ-মদিনী !!