পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ లిలి চরণ লেহন করে আহারের তরে, . আহার না পেলে কিছু গোলযোগ করে, বড়ই কোমল খল স্বভাব তাহার ; ভীতি গীতি রতি সক্ত করে কােমাচার ইত্যাদি অনেক কথা গুপ্ত মহাশয়, লিখিয়া বাবুর দিয়াছেন পরিচয় ; জন্য নিমু অফিসর আমলা মহলে, এ সম্বন্ধে নানা জন নানা কথা বলে ; সে সকল এই স্থানে বল অপ্রয়োজন, এবে জনাবশ্যক যাহণ করি নিবেদন ; ক্রমে ক্রমে ‘বাবু এত বাড়িছে জগতে, বিশেষ বিধ্বংস তার স্বষ্টি ক্রিয়া মতে, হইয়াছে প্রয়োজন, স্রষ্টা মহামতি । বিলম্বে বাড়িছে খালি পৃথ্বীর তুর্গতি, জরণ অাদি মাধি ব্যাধি যত অনুচর ; অবশ্য আঘাত করে বাবর উপর, কিন্তু স্বভাবতঃ ভারণ নিয়ম অধীন , এ কারণ আবশ্যক এমত ‘মেলিন ; এমত অগম্বুধ প্রভু যার এক ঘায়, পালে পালে বাবুগণ রসাতলে যায় ; কালাস্তের বৈদ্যুতিক এক আবেদন, পাঠাইলু মহাপ্ৰভু তোমার সদন । উপসংহারেতে দেব অার এক কথা, অবশ্য ধ্বংসের অাছে বহুবিধ প্রথা ; বাবু স্বভাবতঃ কিস্ত তরল যেমন, উপযোগী যন্ত্রে তার ধ্বংস প্রয়োজন ;