পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રક્ત ] কেহ বা নৈবিদ্য করে কেহ ধোয় চাল । কেহ বা খুরিতে রাখে ছোলা যুগ দাল ; কেহ বা ভাওণর ঘরে অাছে নিয়োজিত, কেহ জানাগনা করে হইয়। ত্বরিত ; কেহ বা ভোগের ঘরে রাখে অগনি ভোগ, , কেহ বা কর্তার কাছে করে অভিষোগ ; কেহ বা বাক্যের শ্রাদ্ধ করে অমুক্ষণ, কেহ বা কলহ করে কেহ নিবারণ ; কেহ “ডাকে” কেহ ইনকে’ কেহ করে গোল, কেহ কেহ দিয়ে যায় গেলে হরিবোল ; বুড়। বকে ছেলে কাদে কাঙ্গালীতে চার, কেহু আসে কেহ বসে কেহ চলে যায় ; প্রত্যেক মিনিটে ঢাক বাজে ঘণ্ট। সনে, অলঙ্ঘ্য সম্বন্ধ যেন আছে তুই জনে ; হইলেই ঘন্টার শব্দ বেজে উঠে ঢাক, কছু কি দেখেছ কেহ যেতে ভাল ফাক ? জামন্ত্রিজ্ঞ অনাছত ব্ৰাহ্মণ নিচয়, ক্রমে ক্রমে ক্রমে আসি উপস্থিত হয় ; অপরাহ্ন, হবে এবে ব্রাহ্মণ ভোজন, । হ’ল সব সজ গজ্জা যত প্রয়োজন ; সৰ্ব্বাগ্রেতে সন্মাজনী সৰ্ব্ব শেষে পান, বাঙ্গালার ভেজে হুট অকাট্য নিশান ; মধ্যস্থিত আর যত সামগ্ৰী নিচয় , একে একে একে লব হইল উদয় ;