পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २.8 1 * বকেয়৷ ইয়ার ইনি, সাবেক আমলে, ‘বাবু বলা যেত কিন্তু এখন না চলে ; " এখন চলে না জার ওই ‘বাবু-জানা’, অজ পাড়াগেয়ে ভূতও অমন হয় না ; উনবিংশ শতাব্দী এ ইংরাজী শাসন, বত্তমান বাবুগিরি শিখ ষড়ানন ; . ইংরাজী পড় হে কিছু ছাড় স্থিছয়ানী পৈতে গাছ ফেলে দেব, দাও হে ইদানী, নাটক নবেল পড় এক জগধ খান ; নিধুর টপূপা ছেড়ে ধর থিয়েটার গান, ফুল-পুকুরে ফেলে দিয়ে পর ওহে বুট ; সেরা স্যামপিন খাও রূট বিষকুট, বাউরা খেউরী হয়ে কপট য়্যালবার্ট সিতি ; শিখ ওহে হাব ভাব আধুনিক রীতি, তবেই রহিবে মান ককনি মহলে ; ও পচা গুজস্তা ঢং অণর কি-হে চলে ? সমাজ রিফরম হ’ল ভারত উদ্ধার, কেন না হইবে এবে দেবতা সংস্কার ; অামার প্রস্তাব এই শুন ভ্রাতৃগণ ! দেবতা সংস্কার করা অতি প্রয়োজন, , অধিক কি কব স্বত গুরুত্ব ইহার ; অবশ্যক মতে দিৰ তু’চার লেকচার, অতএব শীঘ্র শীঘ্র স্থানে স্থানে স্থানে, সমিতি স্থাপিত হউক ইহার কারণে, ।