পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৭৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తుళె রামমোহন স্নায় কর্তৃপক্ষের নিকট আবেদন করিয়াছিলেন । এই আবেদনে কোন ক্ষঙ্গ না হওয়ায় বাদশা ইংলণ্ডের রাজার নিকট আবেদন করিতে সঙ্কল্প করেন ও রামমোহনকে ‘রাজা’ উপাধি দিয়া বিলাত পাঠাইতে মনস্থ করেন । মোগল-বাদশার দেওয়া এই ‘রাজা’ উপাধির জন্যই আমরা তাহাকে ‘রাজা রামমোহন রায় বলিয়া থাকি ! কোম্পানী রামমোহনের এই দৌত্য এবং উপাধি স্বীকার করিলেন না এবং তাহাকে দূত-হিসাবে বিলাত যাইতে আছুমতিও দিলেন না । তখন রামমোহন সাধারণ ব্যক্তি হিসাবে বিলাত যাইবার অকুমতি চাহিলেন ও অনুমতি পাওয়ার পর বিলাত পৌঁছিয়া নিজেকে দিল্লীশ্বরের দূত বলিয়া ঘোষণা করিলেন । দিল্লীশ্বরের দৌত্য ভিন্ন অন্য কারণে ও রামমোহন সেই সময়ে বিলাত যাওয়া প্রয়োজন বলিয়া বিবেচনা করিয়াছিলেন । তখন সহমরণ-প্রথ} রহিত করিবার বিরুদ্ধে রক্ষণশীল হিন্দুরা যে আপীল করিয়াছিলেন, প্রিভি-কাউন্সিলে তাহার শুনানি হইবার উদ্যোগ হইতেছিল, এবং ঈস্ট ইণ্ডিয়া কোম্পানীকে নূতন সনন্দ দিবাব ও ভারতবর্ষের ভাৰী শাসনপ্রণালী স্থির করিবার সময়ও নিকটবৰ্ত্তী হইয়াছিল । রামমোহন বিলাতে গিয়া এই সকল বিষয়েই নিজের মতামত ব্যক্ত করেন ও বাহাতে এদেশের শাসনপ্রণালীর বিধিব্যবস্থা ভাল হয়, তাহার জন্য চেষ্টা করেন { রামমোহন যখন স্নেহলালিত পুত্র রাজারাম,* ছুই জন সঙ্গী রাময়ত্ব মুখোপাধ্যায় ও রামহরি দাস এবং মুসলমান ভূত্য শেখ বক্স্থকে লইয়া ১৮৩১ খ্ৰীষ্টক্সে বিলাত পৌছিলেন, তখন সকলে তাহাকে বিপুল সম্বৰ্দ্ধনা করিয়াছিল। পণ্ডিত ও সমাজসংস্কারক হিসাবে স্বামমোহনের খ্যাতি

      • ीवनrब cनकांप्लग्न कथr, ९ब्र थ७ ( २ण नश्कब्र१), ११s-vs **ांत्र *দে পদি সৰৰ বিৰত আলোচনা আছে।