পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাষকমলের জীবনবৃত্ত & $ র্তাহাকে বিষণ্ণ স্বভাব ও নিরানন্দ বোধ করিতেন । কিন্তু উীহীত্ব সহিত সুললিত সৌহার্দ স্থত্রে স্বাহীরা কখন বদ্ধ হইয়াছিলেন, তাহার সহিত বিশ্রম্ভালাপ করিবার অতুল আনন্দ যাহারা সম্ভোগ করিয়াছেন, প্তাহাদিগের অদ্যপি স্মরণ থাকিবেক যে, তিনি কিরূপ প্ৰসন্ন প্রফুল্প BBBBBBB BBBBD BBB BBB S BBB DDD BBBD স্বকুমার ছিল, তিনি মাপন পরিবারের সকলের প্রতি এক প্রকার অভি মুদু স্নেহ বাৎসল্যরসে নিরস্তুর আর্দ্র হইল! থাকিতেন । সে অংশে কোন কিছু ক্ষোভের বিষম উপস্থিত হইলে বড় অধীন এ কাস্র হইয়া BBBBB S BBB BBBB gg BBBSBB BB BBBB BBBBB বলিয়া বোধ তযু না । সংসারে তিষ্ঠিতে গেলে সময়ে সময়ে যেরূপ অকুতো ভধ অপ্রকম্প ও অবিচলিত মূৰ্ত্তি ধারণ করিতে হল, পর্বে কথায় ধেরূপ তুচ্ছঞ্জান, দৈবের দেী রাত্মো যেরূপ ভাগ্য করিদা চলিতে হয়, তাহাব স্ব ভাবের মধ্যে তদুপযোগী ধৈৰ্য্যগুণ ছিল না । তিনি অল্পেষ্ট ব্যস্ত হইয়া পড়িঙেন, কি মানসিক কি শrীরিক কোনরূপ যন্ত্রণা স্থিরচিত্তে সহ কল্লিতে পারিতেন না, "জেক্ট কাতরতা প্রদর্শন করিতেন, নিতান্ত নির্বিবরোধী লোকের মত থাকিতে ভাল বাসতেন, লোকে কি ভবিবি এ বিষয়ে বড় অধিক চিন্তা করিতেন এবং বেগের যন্ত্রণাকে বিজাতীয় ভয় করিতেন । তদীয় স্বভাবমিষ্ঠ এই সকল ধৰ্ম্মই পরিণামে তাহার নিদারুণ মৃত্যু ঘটাইয়াছে। তিনি সংসারের প্রবাহে আত্মসমর্পণ করিতে সাহসী না হইয়া ভবিষ্কৃতের এরূপ শুধুrলহ ঘোপত্র প্রতিমূৰ্ত্তি আপন চিত্তপটে অঙ্কিত করিলেন যে, উহার নিকট নিষ্কৃতি পাইবার নিমিত্ত সংসারধাম পরিত্যাগ পৰ্য্যস্ত শ্রেষঃকল্প বলিয়া ৰোপ হইল । এস্থলে তাহার পারমাণিক বিশ্বাসের কথাও কিছু উল্লেখ করা শবিস্তক । সে বিষয়ে তিনি ঘোরতর নাস্তিক ছিলেন, ঈশ্বর বা পরকাল