পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ৩ ]

পূজিব তোমার পবিত্র চরণ,
 কিছু ওমা আর নাহি এ ঘরে।

সে সামান্য ফুলে তুচ্ছ উপহারে,
 হয় যদি ওমা সত্তোষ তোমার,
তবেই জীবন সার্থক হইবে,
 ঘুচিবে এ গুরু পাপের ভার।
নতুবা উপায় নাহি গো জননি,
 দীন হীন আমি দরিদ্র অতি,
উচ্চ উপচারে পুজিবারে পদ,
 মাগো এ দীনের নাহি শকতি।
কাঙালের গৃহে এস এস মাত,
 কাঙালের পূজা লও গো আসি;
এস এস ওমা দরিদ্রের ঘরে,
 ঘুচুক এ পাপ তাপের রাশি।
জগত জননি, দুর্গতি নাশিনি,
 ভকত বৎসলে সঙ্কট হারিণি;
জয় মহামায়া বিঘ্ন বিনাশিনি,
 জাগ ও জননি জগত মাতা;
জয় জয় দুর্গে জয় ভগবতি,
 অনন্ত সৌন্দর্যে অনন্ত শকতি;
তোমার ইচ্ছায় সৃষ্টি লয় স্থিতি,
 তুমি মা সংসারে একই ত্রাতা;
জয় মহা মায়া বিঘ্ন বিনাশিনি,
 জাগ ও জননি জগত মাত।