পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১০ ]



 “ এসে গেছে বাড়ী প্রায় সকলেই পাড়ার;
” তাহার (ই) কেবল মাই মীম আসিবার,
“কি জানি কি হ'ল তথা পেলে কিনা ছুটী;
“ প্রতিবার এসে থাকে এই দিম বাটী;
“ আজ না আসিলে আর আসিবে বা কবে,
“ আসিবে কি যবে পূজা ফুরাইয়ে যাবে?
“ কিছুই পূজার আজও হ’ল না আমার,
“ কি জানি কেমন ছিছি আক্কেল বা তার,
“ একান্তই যদি তার না হইল ছুটী,
“ কেন না পাঠায়ে দিল সেই দ্রব্যকটী;
“ তাও কিছু বেশী নয় নিতান্ত যা চাই,
” এক খান লাল-গুল-বসান ঢাকাই,
“ বাবু ধাক্কা পাছাপেড়ে আর এক খানা,
” গোলাপীর মত,—তাও আছে তার জানা;
 “দু'টী “বডি” শাটিনের, তাও বেশী নয়,
“ এখনও আসে যদি তবু কাজ হয়।
“যা হ’ক এবার তারে ছাড়িব না আর,
“ যেথা ষাবে সেথ যাব সঙ্গে সঙ্গে তার ”
এতেক যখন তিনি ভাবিছেন মনে,
প্রাণের 'গোলাম' তাঁর পৌঁছেন ভবনে।
——0–—
কোথাও বা বসি গুমাহ বাতায়নোপরি,
প্রাণেশের প্রতীক্ষায় আছেন সুন্দরী;
অনিমেষ দৃষ্টে পথ করি নিরীক্ষণ,
অজ্ঞাতে দেখিছে সতী সুখের স্বপন;