পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৬৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* लहेनिश्व एकत्रो । কেয়ানী নিযুক্ত হন । পিতার এই জীবিকা-পরিবর্জন উইলিম্বমেৱ পক্ষে छंख्फ़्लप्ताग्नक रुझेब्रांझिल । भिण्फक निष्ठांश् स्वांनार्थ नर्वित्थकांत ब्रांनবিজ্ঞানের প্রতি র্তাহার অসাধারণ আগ্রহ জন্মিয়াছিল । ইতিহাস, ভূগোল অর্থাৎ পৃথিবীর মান দেশের বিবরণ, ভ্রমণকাহিনী, বিশেষ করিয়া কলম্বসের আবিষ্কার-বৃত্তান্ত এবং প্রাকৃতিক বিজ্ঞান বিষযে তাহার জ্ঞানাঙ্গন করিবার আগ্রহ ও উৎসাহের কথা সকলেই উল্লেখ করিয়াছেন । এই সময়ের অধীত বিস্ত উত্তরকালে বঙ্গদেশে অবস্থানসময়ে স্থানীয় পশুপক্ষী ও বৃক্ষলতাদি সম্পর্কে গবেষণাকার্ধ্যে র্তাহার সহায় হইয়াছিল । ব্যাপটিস্ট মিশন সোসাইটির প্রথম ছয় খণ্ড ‘পিরিয়ডিক্যাল অ্যাকাউন্টসে ইহার বহু পরিচয় আছে । পুস্তকগত জ্ঞান ছাড়াও বাল্যকাল হইতেই তিনি হাতে-কলমে উদ্ভিদবিজ্ঞান আলোচনা করিতেন । এই বিজ্ঞানে তিনি এমনই দক্ষ হইয়াছিলেন যে, এক সময় তাহাকে কলিকাতার কোম্পানির বাগানের তত্ত্বাবধায়করূপে নিয়োগ করার প্রস্তাব উঠিয়াছিল, এবং বিখ্যাত উদ্ভিদতত্ত্ববিং ডক্টর প্রশ্নবার্গের অকালমৃত্যুতে তাহার স্বপ্রসিদ্ধ Flora Indi০৫ পুস্তক উইলিয়ুম কেরী কর্তৃক সম্পাদিত হইয়া প্রকাশিত হইয়াছিল । কলম্বসের জীবনী ও ভ্রমণকাহিনী বালক কেরীকে এমনই আবিষ্ট করিয়া রাখিত যে, তিনি দিনের পর দিন তাহার সহপাঠীদের কাছে কেবলই কলম্বসের গল্প করিতেন , তাহার উৎসাহাতিশয্য, দেখিয়া তাহারা তাহকে কলম্বস নামে ডাকিয় উপহাস কল্পিত । অন্যান্ত বিষয়ে কেরী সাধারণ ছাত্রদের মতই ছিলেন, কেবল তাহার পিতা বাল্যে তাহার পাটীগণিত বিষয়ে দক্ষতার উল্লেখ করিয়াছেন, দেখিতে পাওয়া যায় । বারো বৎসর বয়সে ঙ্কেরী পলার্সপিউরির তত্ত্ববান্ধ-পণ্ডিত টমাস জোনসের নিকট বিশেষ স্নামাৰোগের সহিত লাটিন ভাষা শিখিতে আরম্ভ করেন । কথিত