পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৭৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*str द्रांभदभांश्न भृशंभुं প্রাপ্তবয়স্ক হইয়া বৈষয়িক কাজের বশে বিদেশে আসিয়া এক নূতন জগতের সন্ধান পান । এই সংশয় প্রথমে মুসলমানী বিদ্যার দ্বার অঙ্কগ্রাণিত হইয়াছিল, পরে ইংরেজী-প্রভাবে ইহা পূর্ণ বিকশিত হইতে প্রায় পনর বৎস" লাগিয়া ছিল । ধৰ্ম্মসংস্কারের প্রথম চেষ্টা ভাল করিয়া ইংরেজী শেখায় এবং ধৰ্ম্ম ও রাজনীতিসংক্রান্ত গ্রন্থ ভাল করিয়া অধ্যয়ন করায় এক দিকে রামমোহনের যেমন জ্ঞানবৃদ্ধি হয়, আর এক দিকে তেমনই সমাঞ্জ ও ধৰ্ম্ম সংস্কারের ইচ্ছা , প্রবল হয় । কলিকাতায় স্থায়ী অধিবাসী হইবার সঙ্গে সঙ্গেই রামমোহন ধৰ্ম্ম ও BBB BBBBB BBB BB BBBBBB BB BBB BB ggB BBBBB ঈশ্বরে বিশ্বাস করিতেন ও বলিতেন, এইরূপ ধৰ্ম্মই প্রাচীন হিন্দুশাস্বের অনুমোদিত । রামমোহনের ঘেরুপ পাfণ্ডত্য ছিল, তেমনই মনের প্রসার ও ছিল । সেজন্য তিনি কোন সঙ্কীর্ণ গণ্ডীর মধ্যে নিজেকে জাবদ্ধ না রাখিয়া ধৰ্ম্ম, সমাজ, রাষ্ট্র, বাংলা ভাষা ও সাহিত্য প্রভৃতি সকল বিষয়েরই উন্নতি করিবার চেষ্টা করিয়াছিলেন। ইহাদের মধ্যে ধৰ্ম্মসংক্রান্ত আন্দোলনই তিনি সৰ্ব্বপ্রথম আরম্ভ করেন। পূর্বেই বলিয়াছি, রামমোহন একেশ্বরবাদী ছিলেন । তিনি র্তাহার এই মত अध्ॉब কৰিবার জন্ত চারি প্রকার পথ অবলম্বন করিলেন— (১) পুস্তক ও পত্রিক প্রকাশ, (২) কথোপকথন ও আলোচনা, (৩) ভাস্থাপন, (४) बिछांजइ ऋांनन ।