পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেরীর মুনশী రి অর্থসঙ্কট হইতে মুক্তি পাইয়া মিশনরীরা দেশীয় লোকের মধ্যে খ্ৰীষ্টতত্ত্ব-প্রচারের আশায় উৎফুল্ল হইলেন । কেরী বাইবেলের বঙ্গারুবাদে হাত দিলেন । রামরাম বস্থ তাহাকে সকল বিষয়ে সাহায্য করিতে লাগিলেন । এই সময়ে কেরী তাহার "জর্ণালে’ লিখিতেছেন,— 21 [Jany. 1794]. ...This evening I had a very profitable conversation with Moonshi, about spiritual things; and I do hope that he may one day be a very useful and eminent man. I am so well able to understand him, and he me, that we are determined to begin worrecting the translation of Genesis to-morrow.-Memoir of William Carey, p. 143. কিন্তু ১৭৯৬ খ্ৰীষ্টাব্দে এমন একটি ঘটনা ঘটিল, যাহার ফলে কেরী তাহার মুনশী রামরাম বস্তুকে ত্যাগ করিতে বাধ্য হইলেন । মহীপালদীঘিতে টমাস এক দিন লোকমুখে জানিতে পারিলেন যে, রামরাম বস্থ কিছু দিন হইতে একটি তরুণী বিধবার প্রতি আসক্ত এবং এই বিধবার একটি সন্তান হওয়াতে শিশুটিকে গোপনে হত্যা করা হইয়াছে। ব্যাপারটা সত্য কি না, অবিলম্বে তদন্ত করিবার জন্য টমাস কেরীকে লিখিয়া পাঠাইলেন । অমুসন্ধানে সকলই প্রকাশ পাইল এবং সঙ্গে সঙ্গে রামরাম বস্থও মদনাবাটী ছাড়িয়া চলিয়া গেলেন । * কেরী ও টমাস উভযেই রামরাম বস্থকে নিষ্কলঙ্কচরিত্র জ্ঞান করিতেন, তাহার এই পদস্থলন মিশনীদের দারুণ মনকষ্টের কারণ হইয়াছিল। মদনাবাটী হইতে ১৭ জুন ১৭৯৬ তারিখের একটি পত্রে কেরী লিখিলেন,— .*I have been forced, for the honour of the gospel, to discharge the Moonshi, who...was guilty of a crime which required this step, considering the profession he had made of the gospel. The discouragement arising from this circumstance is not small, • C. B. Lewis: The Life of John Thomas, pp. 394-9%