পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আজুকথা 'డిఫే কলিকাতা-জোড়াশাকোস্থ বাৰু কালীপ্রসন্ন সিংহের বাটতে ও নূতনবাজারে বাৰু জয়রাম বশাকের বাটতে অভিনীত হয়। রত্নাবলী ১২৬৪ সালে প্রস্তুত হয় । ইহাতে কান্দিনিবাসী রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর ২s •< টাকা পারিতোষিক দেন। উক্ত রাজার কলিকাতার সন্নিকট বেলগেছিয়ার বাটীতে ৬৭ বার ঐ নাটক অভিনীত হয়। তম্ভিন্ন গীতাভিনয় প্রস্তুত হইয়া এক্ষণেও নানা স্থানে অভিনীত হইতেছে । অভিজ্ঞান-শকুন্তল নাটক। ১২৬৯ [১২৬৭ ?] সালে প্রস্তুত হয়। এই নাটক কলিকাতা শশকারিটোলার বাবু ক্ষেত্রমোহন ঘোষের বাটীতে ৫ বার অভিনীত হয় । নবনাটক ১২৭৩ সালে রচিত হয় । ইহাতে কলিকাতা জোড়াশ'কোবাসি বাৰু গুণেন্দ্রনাথ ঠাকুর ১০০ টাকা পারিতোষিক দেন । এই নাটক উপহার বাটীতে ৯ বার অভিনয় হয় । মালতীমাধব নাটক ১২৭৪ সালে প্রস্তুত করিয়া কলিকাতা পাথুরিয়াঘাটার স্বপ্রসিদ্ধ রাজা যতীন্দ্রমোহন ঠাকুর বাহান্থরকে প্রদান করি । তিনি উহাতে ১০০ পারিতোধিক দেন । তাহার বাড়ীতে ঐ নাটক ১৭।১১ বার অভিনীত হয়। সুনীতিসম্ভাপ নাটক ১২৭৫ সালে প্রস্বত কলিয়। কলিকাতা কশোরীটোলানিবালি বাৰু কালীকৃষ্ণ প্রামাণিককে প্রদান করি । তিনি আমাকে ২০০২ টাকা পারিতোধিক দেন । ঐ নাটক কোন কারণে মুজিত হয় নাই । ১২৭৮ সালে রুক্মিণীহরণ প্রস্তুত করিয়া পূৰ্ব্বোক্ত রাজা যতীন্দ্রমোহন ঠাকুর বাহাদুরের নিকটে ৫০ টাকা পারিতোষিক পাই । ঐ নাটক র্তাহার বাটতে ১০/১১ বার অভিনীত হইয়াছে। এতব্যতীত যেমন কৰ্ম্ম তেমন ফল, উভয় সঙ্কট এবং চক্ষুৰ্দ্দন নামে