পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

总懿 মদনমোহন তর্কালঙ্কার বারাসত গবর্মেণ্ট বিদ্যালয় মদনমোহনের জীবনীতে (পৃ. ৭ ) যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ লিথিয়াছেন, কলিকাতায় বাংলা পাঠশালার প্রধান শিক্ষকের পদে কাৰ্য্য করিবার পরে মদনমোহন এক বৎসর বারাসত গবর্মেন্ট বিদ্যালয়ের প্রথম পণ্ডিতের কার্য্য করেন । ফোর্ট উইলিয়ম কলেজ ১৮৪৩ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাস হইতে ১৮৪৫ খ্ৰীষ্টাব্দের ডিসেম্বর মাস পৰ্য্যস্ত মদনমোহন ফোর্ট উইলিয়ম কলেজে পণ্ডিতী করেন। কৃষ্ণনগর কলেজ তৎপরে মদনমোহন ১৮৪৬ খ্ৰীষ্টাব্দের জাছুয়ারি হইতে জুন মাস পৰ্য্যস্ত কৃষ্ণনগর কলেজে পণ্ডিতের কার্য্য করিয়ছিলেন । কলিকাতা সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজের সাহিত্যশাস্বাধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কারের মৃত্যু হইলে, মদনমোহন র্তাহার স্থলে ৯১২ বেতনে নিযুক্ত হন। সংস্কৃত কলেঞ্জের সম্পাদক রসময় দত্ত এই ৯৬২ বেতনের পদটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিতে ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন । বিদ্যাসাগর এই সময়ে ৫-২ বেতনে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক ; কিন্তু তিনি ঐ পদ গ্রহণ না ীি সতীর্থ মদনমোহনকে দিতে অনুরোধ করেন। ংস্কৃত কলেজেঞ্জাইনের নিয়োগ-কাল-২৭ জুন ১৮৪৬ ৷ চারি বংশীসংস্কৃত কলেজে সাহিত্যশাস্বাধ্যাপকের পদ অলঙ্কত