পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) 。 গৌরীশঙ্কর তর্কবাগীশ ‘সম্বাদ রসরাজ’ ১৮৩৯ খ্ৰীষ্টাব্দের ২৯এ নবেম্বর ‘সম্বাদ রসরাজ প্রকাশিত হয় । এক্ষেত্রেও গৌরীশঙ্কর তর্কবাগীশই ‘সস্বাদ রসরাজে’র প্রকৃত পরিচালক ছিলেন—যদিও আমরা কালীকান্ত গঙ্গোপাধ্যায়, গঙ্গাধর ভট্টাচাৰ্য্য ও ধৰ্ম্মদাস মুখোপাধ্যায়ের নাম বিভিন্ন সময়ে সম্পাদক-রূপে উল্লিখিত হইতে দেখিয়াছি । ‘সস্বাদ রসরাজ প্রথমে সাপাহিকরূপে প্রতি শুক্রবার, পরে অৰ্দ্ধসাপ্তাহিকরূপে প্রতি মঙ্গল ও শুক্রবারে প্রকাশিত হইত। গালিগালাজ ও অশ্লীল রচনা প্রকাশ করিয়া ‘সস্বাদ রসরাজ অনেকে রক্ট বিরাগভাজন হষ্টয়াছিল, এবং ইহার ফলে গৌরীশঙ্কর তর্কবাগীশের অর্থদণ্ড ও একাধিক বার কারাবাস ঘটে । শেষে “২৮ অগ্রহায়ণের | ১২৬৩] রসরাজে বিধবাবিবাহের অকুকুলে অত্র নগরীয় সৰ্ব্বমাষ্ঠ দলপতি মহামতি মহোদয়দিগের পরিবার পরীবাদ অকথ্য অসত্য প্রকাশ করাতে ভুবনমান্য কলিকাতার রাজগণেলাই বসবাজের মুণ্ডুপাতার্থে দণ্ডধত্ব হইলেন ।” মহারাজ কমলকৃষ্ণ বাহাদুর রসরাজ্যের নামে রাজদ্বারে অভিযোগের উদ্যোগ করাতে গৌরীশঙ্কর 'সম্বাদ রসরাজ্যের প্রচার রহিত করিয়া সে-যাত্রা পরিত্রাণ লাভ করেন । ১৮৫৭ খ্ৰীষ্টাব্দের ২রা ফেব্রুয়ারি তারিখে ‘সম্বাদ রসরাজের তিরোধান ঘটে। গৌরীশঙ্কর সম্বাদ রসরাঞ্জে’ এই বিদায়-বাণী লেখেন :– so *শোকাপনোদন” ও “রসরাজ বিদায়" কুক্লপক্ষ পাণ্ডুপক্ষ, উভয় পক্ষীয় বাহিনী মধ্যে যখন প্রকৃষ্ণ বিমান ংস্থাপন করিলেন তখন ধনঞ্জয় শ্ৰীকৃষ্ণকে কহিয়াছিলেন নহি প্রপঞ্চামি মমাপক্ষপ্তাধচ্ছোকমুচ্ছোষণমিক্সিয়াণাম । জবাপ্য ভূমাবসপত্নমৃদ্ধং রাজ্যং