পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মমতের বিকাশ রামমোহনের ধৰ্ম্মমতের পরিবর্তন কখন কি ভাবে হয়, তিনি কেন প্রচলিত ধৰ্ম্ম ও সামাজিক ব্যবস্থায় সস্তুষ্ট না থাকিয়া সংস্কার কাৰ্য্যে ব্রতী হন, এই নূতনত্বের অনুপ্রেবণ র্তাহার নিকট কোথা হইতে আসে, এই সকল প্রশ্নের উত্তর না দিতে পারিলে মনের কৌতুহল মেটে না । সন্তোষজনক প্রমাণ সহ রামমোহনের ধৰ্ম্মজীবনের পারাবাহিক ইতিহাস লেখা আজিকার দিনে আর সম্ভব না হইলেও, রামমোহনের ধৰ্ম্মমতের বিকাশ সম্বন্ধে কিছু কিছু আলোকপাত করা ষে একেবারে অসম্ভব, তাহী মনে করিবার কারণ নাই । রামমোহনের বাল্য ৪ ধেীবনের কতকগুলি BBS BBBB BBBB BB S BBBBBBB BBB BBBS BBB পাওয়া যায়ু । প্রথমে রামমোহনের প্রথম জীবনে এ আবেষ্টনীর কথা ধরা যাউক । রামমোহন বিষয়ী-পরিবারে জন্মগ্রহণ করেন । ইহার ফলে তিনি ৪ থে বাল্য হইতেই বিষয়বুদ্ধিতে প্রবীণ হইয়া উঠিয়ছিলেন, সে বিষয়ে কোন সন্দেহ নাই ; বস্তুতঃ রামমোহনের বাল্য ও প্রথম যৌবন সম্বন্ধে যাহা কিছু স্বনিশ্চিত, সে-সকলই বিষয়কৰ্ম্ম-সম্পর্কিত-পিতার সম্পত্তির তত্ত্বাবধান, পিতার নিকট হইতে সম্পত্তিলভ, সিবিলিয়ানদিগকে টাকা কর্ক্স দেওয়া, নিলামী সম্পত্তি ক্রয়, সম্পত্তি বেনামী ইত্যাদি । এই আবেষ্টনীতে বৰ্দ্ধিত রামমোহন বাল্যকালে প্রচলিত ধৰ্ম্মের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, এই অহমানের সপক্ষে অন্ত যুক্তি আছে। এক এক করিয়া উহাদের বিচার করা যাক । যৌবনে রামমোহনের ধৰ্ম্মমত কি ছিল, এ-সম্বন্ধে সাক্ষাৎ প্রমাণ স্বাহী কিছু আছে, তাহা হইতে দেখা যায়, তিনি তখনও প্রচলিত ধৰ্ম্ম বা দেশাচারের বিরুদ্ধাচরণ করেন নাই। প্রথমতঃ, বিগ্রহসেবার ব্যয়ভার