পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা প্রথম খণ্ড.pdf/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 3 অক্ষয়কুমার দত্ত নিমিত্ত পদার্থ-বিদ্যা ও ভূগোল প্রকাশ করেন । ইনি ইতঃপূৰ্ব্বে একখানি ভূগোল প্রস্তুত করেন ; কিন্তু অর্থাভাবে বহু ধন ষে মুদ্রিত করিতে অসমর্থ থাকেন, পরে সভার সাহায্যে পাঠশালার নিমিত্ত মুদ্রিত ও প্রকাশিত হয়, তাই। তিনি স্পষ্ট্রাক্ষরে উক্ত পুস্তকে স্বীকার কবিয়াছেন ।. এক্ষণে যে স্থানে কালীকৃষ্ণ ঠাকুরের বাটী, সেই স্থানে -তত্ত্ববোধিনী পাঠশালার কার্য্য সম্পাদিত হইত। ১৭৬৫ শকের ১৮ই বৈশাখ তারিখে উহ! কলিকাতা হইতে বঁাশবেড়িয়াতে স্থানান্তরিত তইলে, তত্ত্ববোধিনী সভার কর্তৃপক্ষীয়গণ প্রধান শিক্ষকের পদ গ্রহণ কবিস্তু৷ ইহঁকে তথায় গমন করিতে অনুরোধ করেন । ইনি স্বীকৃত হইলেন না । না হওয়াতে শুামাচরণ তত্ত্ববাগীশ ৩০ টাকা বেতনে তথায় গমন করেন । (পৃ. ১৬-১৭) সমাজোন্নতিবিধায়িনী মুহৃদৃসমিতি সমাজসংস্কারমূলক কার্ষ্যের সহিত অক্ষয়কুমারের বিলক্ষণ যোগ ছিল । ১৫ ডিসেম্বর ১৮৫৪ তারিখে কাশীপুরে কিশোরীচঁাদ মিত্রের ভবনে সমাজোন্নতিবিধায়িনী সুহৃদসমিতির স্বচনা হয় । এই সভায় অক্ষয়কুমার দত্ত্বের পোষকতায় কিশোরীচঁাদ মিত্র প্রস্তাব করেন, “স্ত্রীশিক্ষার প্রবর্তন, হিন্দু-বিধবার পুনর্বিবাহ, বাল্যবিবাহবর্জন এবং বহুবিবাহ-প্রচলন-রোধের নিমিত্ত সমিতির শক্তি বিশেষভাবে প্রয়োগ করা হউক ৷” মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই সমিতির সভাপতি, এবং কিশোরীর্চাদ মিত্র ও অক্ষয়কুমার দত্ত যুগ্মসম্পাদক ছিলেন । এই সমিতির সভ্যগণের মধ্যে রাজেন্দ্রলাল মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, রসিককৃষ্ণ মল্লিক ও রাধানাথ শিকদারের নাম উল্লেখযোগ্য । S gD BBD DDDD DDD DBBDD DBBDDH BBBBBB SBBBDD কিশোষ্ট্ৰীটাৰ মিত্র'-পুস্তকের ৯৯-১৯১ পৃষ্ঠান এষ্টব্য । r