পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ ' ' মুক্তাহার । এ ভারতে লাজ ব্লুজন জাগিল ? ক’জন গাইল বীরের গান ? পাপের সমরে ক’জন মাতিল ক’জন সঁপিল সাধের প্রাণ ? ক'জন আসিয়া, বিংশ কোটা স্বতে জাগা”বে এবার বলিছে তারা ? এ দুঃখের রাতে প্রাণ সঁপে দিতে দিশে হার হ’ল ক'জন তার ? : প্রিয় ভাই বোন, উঠগো ত্বরায় ক’জনে কি হ’বে ভারত ক্ষেতে ; পাপ প্রলোভনে হ’ল ছারখার সকলের প্রাণ হ’বে গো দিতে । জানন। কি ভাই, পাপের বন্ধন যদিরে একটী ছিড়িতে পার ; কুৰ্ব্বল তোমার হিয়। প্রাণ মন সবল হইয়। ত্যজিবে অার । সকলি সহজ দেখিবে তখন একটি বন্ধন ছিড়িতে চাই ; উঠ উঠ তবে দাও প্রাণ মন পাপের সমরে প্রাণের ভাই ।