পাতা:মুক্তাহার - প্রথম ভাগ.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধুদর্শনে । 'సే !ţ ভুলে যাই তাপ ক্লেশ, হউক তুঃখের শেষ পুরাও হে হৃদয় বাসমা । ( а ) Q ভগ্ন হৃদয়ের কথা, ভাঙ্গিয় ভোমায় কি কহিব কহ নাহি ষায় ; অনুতাপে চক্ষুজল, ভাসাইল ধরাতল অকস্মাৎ দেখিয়া তোমায় । ( ૭ ) একটা একটী পাপ, শতেক উঠিছে স্মৃতিপটে দেখ সারি সারি ; লুকায়ে সেধেছি যায়, এত মনস্তাপ তায় তবমুখ যাই বলিহারি । । ( 3 ) পিতারে লুকায়ে ভাই, নির্জন আবাসে ওই পোড়া সুখের অাশায় ; কত পাপ করিয়াছি, বিবেকেরে তাড়ায়েছি অনুতাপে প্রাণ জলে যায় । ( 9 ) ক্ষণিক সুখের ভ্রমে, সাধের জীৰন । অবহেলে ভাসায়ে দিয়াছি,