পাতা:নীতিকণা - নারায়ণচন্দ্র বিদ্যারত্ন.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩৬
নীতিকণা।

আমার মতন আরো কত শত জন,
আসিয়া তোমার শোভা করিবে দর্শন।
কালবশে তাহারাও ধূলিসাত হবে,
তুমি কিন্তু এইরূপ অবিকৃত র’বে।
এমনি উল্লাসে তুমি চিরকাল র’বে,
উপহাস করি সদা নশ্বর মানবে।



সুখ

তোমারে লভিতে করে সকলে প্রয়াস,
বল না বল না সুখ, কোথা তব বাস?
আড়ম্বরে থাকে যথা পৃথিবীর পতি,
সেই হর্ম্ম্য মধ্যে কি হে তোমার বসতি,
হীনবেশে দীনগণ থাকে যেই স্থানে,
তোমারে দেখিতে কি হে পা’ব সেইখানে?
পর্ণের কুটীর করি তাপস নিচয়,
বিজনে বসিয়া যথা তপে মগ্ন রয়।
সেই স্থানে হয় কি হে তোমার গমন,
কোন স্থানে গেলে পা’ব তব দরশন।