পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুর্গোৎসব।

আবাহন।

“জাগ মা আমার,” “জাগ মা আমার,”
সম্বৎসর পরে, জগত-জননি!
ও রাঙা চরণে, লুঠাই আবার ;–
“জাগ মা অামার,” ভব-নিস্তারিণি!

সম্বৎসর ওমা বড় আশা করে,
অাছি পথ চেয়ে দেখিব তোমায়;
হয়ে অধিষ্ঠান দীনের কুটীরে,
পুলকিত কর এ পাপ হৃদয় ;

সম্বৎসর পরে ওম পুনৰ্ব্বার,
দেহ পদ-ছায়া এভগন ঘরে ;
দীন হীন ওমা সন্তান তোমার,
দীন হীন পানে চাও গো ফিরে ।

আজ সম্বৎসর এ পুরী আঁধাৱ,
জলেনি মা দীপ তোমার ঘরে ;
কর আলোকিত এসে মা আবার,
আবার তিনটী দিনের ভরে ।