পাতা:দুর্গোৎসব - ষড়ানন্দ শর্ম্মা.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ৮ ]

 সোজা কথা নয় সেত “সাতভরি সোণা”
কিসে হয় অত উঁচু দরের গহনা?
যখন সুধাবে আসি 'রণময়ী রাই'
'এবার কি প্রিয়তম এনেছ যে তাই'
কি উত্তর বাটী গিয়ে দিবেন প্রিয়ায়,
তাই ভেবে প্রিয়তম ব্যাকুলিত হায় !
কি ভয় হে রসময়? যাও চলে ঘর,
'বলো 'প্রাণ' দিব চিক আগামী বৎসর'।
নবীন বয়স বাপু জাননা বিশেষ,
পাও নাই পিরীতের ভাল উপদেশ,
তাই হে আশঙ্কা এত অন্তরে তোমার
ও রূপ হইয়া থাকে কত ‘অঙ্গীকার।'
—O—
কোথাও ভাবিছে আহা কত শত জন
'পূজার কাপড় হবে পাইলে বেতন’
'তাতেও কি হবে হায় ! সব সঙ্কুলান,'
কি হবে ভাবিয়ে কিছু না পান সন্ধান।
তাহে চান ‘এক জন' মহার্ঘ বসন
সকলে(ই) বুঝিল তিনি বুঝিবার নন।
আবার এখনও শেষ হয় নি “চাকরী”
ছুটীর উদ্যমে কাজ তিন গুণ ভারি
সারিছে 'কেরাণী' কুল তাড়াতারি কাজ,
রাত্রের ট্রেণেও যদি যেতে পারে আজ।
—O—
কর্ম্ম স্থল হ’তে যাত্রা কত মহাজন,
চলেছেন তরী পরে করি' আরোহণ