পাতা:জগজ্জ্যোতি বা নুরজাহান.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাহা। আচ্ছা আমার সহিত কথা কহিলে, তোমার যদি নিতান্তই কষ্ট বোধ হয়, তাহ হইলে আবশ্যক নাই । ( মনোরমার সভা হইতে প্রস্থান ) জাহা । ( একজন প্রহরীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া) অরে দেখ দিকিন ভৈরবীটা কোন দিকে গেল । প্রহরী । যে আজ্ঞা ( প্রহরীর দ্রুতবেগে গমন ও কিয়ৎক্ষণ পরে প্রবেশ ) । প্রহরী। মহাশয়, আমি চতুর্দিকে বিলক্ষণ করিয়া দেখিলাম, কই কোন দিকেও ত আমি তাহাকে দেখিতে পাইলাম না । জাহা । হায়! কতদিন পরে দেখা দিয়ে, আমার শোকানল পুনরায় প্রজ্জ্বলিত করিয়া দিয়া গেল। মন্ত্রীবর! আপনি এক্ষণে সভাস্ত সমস্ত লোকদিগকে বিদায় দিন। (নুরজাহানের প্রতি) প্রিয়ে, এস আমরা বাটির মধ্যে গমন করি । (নূরজাহানের হস্ত ধরিয়া জাহাঙ্গীরের গমন) এবং সভা ভঙ্গ .-- বনিকাপডন। সম্পূর্ণ।