পাতা:জগজ্জ্যোতি বা নুরজাহান.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৯ ] চলিল (ফরিদের প্রভি চাহিয়া)। ফরিদ যাও, তুমি সেলিমকে বল গে, শের আফগান নূরজাহানকে বিবাহ করে নাই, ছয় মাস পরে বিবাহ করিবে বলিয়া নুরজাহান প্রতিজ্ঞা করিয়াছিল ; কিন্তু ছয় মাস অতীত হইতে না হইতেই তাহাকে তুমি যমালয়ে পাঠাইয়াছ। ওঃ, মাগো ! (श्रृङ्गा) ফরিদ। তোরা জনকতক নুরজাহানকে এই শিবিকা করিয়া পশ্চাৎ পশ্চাৎ নিয়ে আয় । তৃতীয় দৃশ্য । سامسی : -سسته দিল্লীর রাজসভা জাহাঙ্গীর সিংহাসনে উপবিষ্ট । ফরিদ । মহারাজ, অনেক যুদ্ধের পর সে বেটাকে মেরে নূর জাহানকে নিয়ে আসা গেছে । জাহা। নূরজাহানকে একবার আমার নিকটে লয়ে এস। ( একজন প্রহরীর দ্রুতবেগে গমন এবং নুরজাহানকে সভায় আনয়ন ) জাহা । নুরজাহান ! আমি তোমাকে বিবাহ করিবার নিমিত্ত আনি নাই। পঙ্কে পতিত গোলাপ পুষ্প কে আর কোথায় বক্ষঃস্থলে রাখিয়া থাকে ? আমি তোমকে চক্ষের দেখা