পাতা:জগজ্জ্যোতি বা নুরজাহান.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| b ) দ্বিতীয় দৃশু । س------) : ماس আকবারের রাজসভা । আকৃবর। মন্ত্রীবর, বেলা অধিক হইয়াছে, এক্ষণে সভাস্থ লোক দিগকে বিদায় দিন । ■ মীরজা । যে আজ্ঞা মহারাজ, (মন্ত্রী দণ্ডায়মান হইয়া সভাস্থ সমস্ত লোকদিগকে সম্বোধন করিয়া ) মহাশয়গণ, বেলা অধিক হইয়াছে, আকৃবর স৷ আর আপনাদিগকে অধিক কষ্ট দিতে ইচ্ছা করেন না, এক্ষণে, তাহার আদেশানুক্রমে আমি আপনাদিগকে বিদায় দিলাম। (মন্ত্রী এবং আকবর সা বাভিত সভাস্থ সমস্ত লোকদিগের প্রস্থান ) আক্বার। (মন্ত্রীর প্রতি মুখ ফিরিয়া) মন্ত্রীবর, আজ আমি একটি বিষম বিপদে পড়িয়াছি, দেখ, যে আকৃবর অচল হিমাচলের দ্যায় সৈন্ত মধ্যে দণ্ডায়মান থাকিয়া পানিপট ক্ষেত্রে জয়লাভ করিয়াছে, যে আকৃবর নির্ভয়ে প্রবল পরাক্রমশালী রাজপুতদিগের সহিত যুদ্ধ করিয়াছে, যে আকবর অনায়াসেই বিস্তীর্ণ বঙ্গভূমি জয় করিয়াছে, যে আকৃবর বুদ্ধি কৌশলে মহাবুদ্ধি বয়রাম খাঁর হস্ত হইতে সমস্ত রাজকার্ষ্য হস্তগত করিয়াছে, আজ সেই জাকৃবার একটি গৃহসম্বন্ধীয় কর্থের কিং কর্তব্যত্ত্বা স্থির করিতে পারিতেছে না । মীরজা খা, আমি পূর্বে মনে করিডাম যে, রাজনীতি সৰ্ব্বী পেক্ষ সুকঠিন, আমার সে বিশ্বাস কেবল ভ্ৰমমাত্র, লোকে